পুলিশ বাহিনীকে আগের ইউনিটে ফেরানোর নির্দেশিকা জারি এডিজি আইনশৃঙ্খলার

রাজ্য পুলিশের এডিজি (ADG) (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন পুলিশ কর্মীদের নিজস্ব ইউনিটে ফেরাতে হবে।

Must read

রাজ্য পুলিশের এডিজি (ADG) (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন পুলিশ কর্মীদের নিজস্ব ইউনিটে ফেরাতে হবে। পুলিশ মহলের শীর্ষ কর্তাদের নজরে এসেছে পুলিশ কর্মীদের এমন কাজে ব্যবহার করা হচ্ছে যা অপ্রয়োজনীয়। মাঝে মধ্যে একাধিক জেলার ক্যাম্পে বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য পুলিশ বাহিনী পাঠানো হয়। সমস্যা মিটে যাওয়ার পরেও ওই সমস্ত পুলিশ বাহিনীকে তাদের নিজস্ব ইউনিটে ফেরানো হয়নি। তাদের সেখানেই রেখে দেওয়া হয়েছে। এই বিষয় নজরে আসার পরেই নির্দেশিকা জারি করেছেন জাভেদ শামিম।

আরও পড়ুন-‘দিদিকে বলে’ ঘর

এভাবে বিনা কারণে বাহিনীকে অন্যান্য কাজে ব্যবহার করাটা ‘অপ্রয়োজনীয়’ বলেই উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। সাধারণত বাহিনীকে অন্য কাজে ব্যবহার করার আগে শীর্ষ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু, দেখা যাচ্ছে অনুমতি না নিয়েই বাহিনীকে অনেক রকম কাজে ব্যবহার করা হচ্ছে। সাধারণত ব্যাটেলিয়ান ফোর্সকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হয়। কিন্তু মাঝে মধ্যেই ফোর্সকে গাড়ি তল্লাশির কাজে ব্যবহার করা হচ্ছে, সেরেস্তায় ব্যবহার করা হচ্ছে যা একেবারেই বাঞ্চনীয় নয়। অফিসের কাজেও বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, যা অপ্রয়োজনীয় বটেই। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন-কিশোরীর শ্বাসনালি থেকে বের হল পিন

এই বাহিনীর পুলিশ কর্মীদের ৭০টি ক্যাম্পে মোতায়েন করা হয়েছে। বিধাননগর, চন্দননগর, হাওড়া, ব্যারাকপুর ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বারাসত, বারুইপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, ইসলামপুর, জঙ্গিপুর জেলা পুলিশের ক্যাম্প রয়েছে। ঝাড়গ্রাম, মালদহ, বীরভূম, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহার জেলায় বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। এই সমস্ত জেলার এবং কমিশনারেটের পুলিশ সুপার ও কমিশনারদের নির্দেশিকা পাঠানো হয়েছে এডিজির তরফে।

Latest article