সংসদের অধিবেশনে বাধা দিচ্ছে বিজেপি

সংসদীয় গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, এই অভিযোগে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস৷

Must read

প্রতিবেদন: সংসদীয় গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, এই অভিযোগে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস৷ অভিযোগটা যে কতটা বাস্তবসম্মত, বৃহস্পতিবার তার আবার প্রমাণ মিলল একেবারে হাতে নাতে৷ দেখা গেল, বিরোধীরা নয়, চিৎকার-চেঁচামেচি করে সংসদের কাজে রীতিমতো বিঘ্ন ঘটাচ্ছে বিজেপি সহ শাসকপক্ষের সদস্যরাই। সত্যিই অবাক কাণ্ড! এদিন রাজ্যসভার অধিবেশনের জিরো আওয়ারে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীকে নির্ধারিত ৩ মিনিট সময়ের পরেও অতিরিক্ত আরও ৩ মিনিট ধরে বক্তব্য পেশ করতে দেওয়া হয়৷ এর পরে ছিল আরও চমক৷ সুধাংশু ত্রিবেদীর বক্তব্য শেষ হওয়া মাত্রই ট্রেজারি বেঞ্চের সাংসদরা শুরু করেন হই হট্টগোল৷ ত চেঁচামেচির মাঝেই বিরোধী সাংসদদের কোনও বক্তব্য রাখার সুযোগ না দিয়েও তড়িঘড়ি মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। সরাসরি নিশানা করেছে বিজেপিকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের তোপ, পুরোটাই বিজেপির গট আপ৷ আসল কথা হল, ট্রেজারি বেঞ্চ সংসদ চালাতে দিতে চায় না৷ বিরোধীরা ওয়েলে না নামা সত্ত্বেও শাসক দলের সাংসদরা নিজেরাই চিত্কাওর চেঁচামেচি করে সংসদ মুলতুবি করে দিচ্ছেন৷ এটা খুব দু:খজনক ঘটনা৷ এই চক্রান্তের জেরে আমরা বাংলার বঞ্চনার ইস্যু গুলি সংসদে তুলতেই পারলাম না৷ মণিপুর, অপরাজিতা বিল, মুদ্রাস্ফিতী, বেকারত্ব, সাংবিধানিক মূল্যবোধের অবক্ষয়, বাংলার বকেয়া টাকা, গঙ্গাসাগর মেলার মত ইস্যুগুলি সংসদে তুলতাম আমরা৷ সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরেও বিজেপি জাগলারি করে সংসদ অচল করছে৷

আরও পড়ুন-ওরা যত বেশি জানে, তত কম মানে, ব্রাত্যর নিশানায় ইউজিসি

শাসক দলের আচরণের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ রাজ্যসভায় তাঁর দাবি, আমরা আশা করব চেয়ারম্যান দু’ পক্ষের সাংসদদের সঙ্গেই নিরপেক্ষ আচরণ করবেন৷ কিন্তু এখন নতুন নিয়ম দেখা যাচ্ছে, ৩ মিনিটের জিরো আওয়ারকে ৬ মিনিটে পরিবর্তন করা হচ্ছে৷ তাত্পর্যপূর্ণ হল, বৃহষ্পতিবার লোকসভাতেও ট্রেজারি বেঞ্চের সাংসদদের দেখা গিয়েছে প্রচন্ড হই হট্টোগোল করে সংসদের অধিবেশনে বিঘ্ন ঘটাতে৷ এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, বিজেপির পরিকল্পিত পন্থা হল, ওরা সংসদ চলতে দিতে চায় না৷ তাই বারবারই সভায় বিঘ্ন ঘটাচ্ছে৷ ক্ষোভে ফেটে পড়েছেন, তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেলও। তাঁর কটাক্ষ, সংসদে অভূতপূর্ব! সরকার নিজেই বিঘ্নিত করল রাজ্যসভার কাজ।

Latest article