সিরিয়ায় ঘরছাড়া ৫০ হাজার, বাড়ছে আশঙ্কা

রাষ্ট্রসংঘের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সিরিয়ার উত্তর-পশ্চিম অংশ।

Must read

প্রতিবেদন: গৃহযুদ্ধে জেরবার সিরিয়া। সরকারি বাহিনীর সঙ্গে দুই বিদ্রোহী গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে রোজই। গত সপ্তাহ থেকে নতুন করে গৃহযুদ্ধের তীব্রতা বেড়েছে। এতে সিরিয়ায় ঘরছাড়া হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। খোদ রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কমিটির রিপোর্টে এই দাবি করা হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুযুধান শক্তিগুলির কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন-সংসদের অধিবেশনে বাধা দিচ্ছে বিজেপি

রাষ্ট্রসংঘের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সিরিয়ার উত্তর-পশ্চিম অংশ। সংঘর্ষের তিনদিনের মাথায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহীরা। সোমবার থেকে আর এক গুরুত্বপূর্ণ জনপদ হামা দখলের জন্য দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী মরিয়া হয়ে এগোচ্ছে। চাপ বাড়ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপর। প্রেসিডেন্টের অনুগত বাহিনী এবং তাদের সাহায্যকারী রুশ বায়ুসেনা ও ইরানের মিলিশিয়া প্রত্যাঘাতের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে আমেরিকা, ইজরায়েলের মতো দেশ তলায় তলায় সাহায্য করছে বিদ্রোহীদের। এই পরিস্থিতিতে সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের আঁচ পড়ছে বিশ্ব-কূটনীতিতেও।

Latest article