প্রতিবেদন : জাতীয় থেকে রাজ্য রাজনীতি। ইন্ডিয়া জোট থেকে দলীয় শৃঙ্খলা। সবকিছু নিয়ে খোলাখুলি মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে নিউজ-১৮ বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেই জীবন সংগ্রামে কৃতিত্বের অধিকারী ১২ জন মহিলাকে দশভুজা সম্মান দেওয়া হয়।
আরও পড়ুন-এবার রাজ্যকে সমর্থনে বাধ্য বিরোধী নেতাও, বিদেশে সরাসরি উড়ান পরিষেবা
চ্যানেলের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারের সোজাসাপটা অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই একের পর এক প্রশ্ন এবং সোজাসাপটা উত্তর মুখ্যমন্ত্রীর। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ দর্শকও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি জবাব দিয়েছেন। কখনও মানুষের আস্থা নিয়ে, কখনও পরামর্শদাতাদের কথা। আবার কখনও বিভিন্ন মডেলে রাজ্যের উন্নয়ন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, কিছু তাৎপর্যপূর্ণ কথা— সব বিষয়ই ঘুরে-ফিরে এসেছে। এসেছে চলতি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও প্রশ্ন। কোনওরকম রাখঢাক না করেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন। তারকাখচিত অনুষ্ঠান। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ব্রাত্য বসু, সুজিত বোস, বীরবাহা হাঁসদা, রথীন ঘোষ ছিলেন। রাজনীতির বাইরে দিব্যেন্দু বড়ুয়া থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, অঙ্কুশ-ঐন্দ্রিলা, অম্বরীশ ভট্টাচার্য, পাওলি দাম-সহ আরও অনেক নক্ষত্র।
সোজাসাপটায় নানা প্রসঙ্গ এসেছে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে আর কী কী করেন সে নিয়েও মানুষের বিশিষ্ট জনের আগ্রহ কম নয়! সে জবাবও এসেছে। ফিটনেস থেকে ঘরের কাজ। কবিতা লেখা। মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে অনুষ্ঠানের মাঝেই গান শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। হাততালিতে ফেটে পড়েছে গোটা অডিটোরিয়াম।
আরও পড়ুন-দিনের কবিতা
শিল্পপতি থেকে বণিকসমাজ মুগ্ধ মন্ত্রীতে। ছিলেন সত্যম রায়চৌধুরী, সঞ্জয় বুধিয়া, সমিত রায়, সাকেত মোহতা-সহ বিভিন্ন সংস্থার কর্ণধাররা। ছিলেন অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, ছিলেন শিবাজিপ্রতিম বসু, গর্গ চট্টোপাধ্যায়, নগরপাল মনোজ ভার্মা-সহ পুলিশের শীর্ষ আধিকারিক, আমলা এবং অসংখ্য সাধারণ মানুষ।
উদ্যোক্তাদের অনুরোধে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের বক্তব্য এই প্রতিবেদনে প্রকাশিত হল না। আজ, শুক্রবার, সন্ধ্যা ৭টায় মুখ্যমন্ত্রীর এই ভিন্ন স্বাদের সাক্ষাৎকার দেখা যাবে চ্যানেলে।