সোশ্যাল মিডিয়ায় লাইভ আত্মঘাতী স্কুলশিক্ষিকা

Must read

সংবাদদাতা, বরানগর : ফেসবুক লাইভে এসে স্কুলের পরিচালন সমিতির সদস্যদের লাগাতার হেনস্থা ও অপমানের অভিযোগ তুলে আত্মঘাতী হলেন এক স্কুলশিক্ষিকা। মৃতের নাম জাসবীর কার। বয়স ৫৪ বছর। বরানগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃত জাসবীর দীর্ঘদিন ধরেই স্থানীয় ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতার পরিবার ও স্থানীয় মানুষ। ঘটনার পরই দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। বরানগরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন জাসবীর। অভিযোগ, অবসর নেওয়ার দু’বছর আগে থেকে স্কুলের পরিচালন সমিতির পক্ষ থেকে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সোশ্যাল মিডিয়ায় হেনস্থার পাশাপাশি তাঁকে নিয়মিত নানাভাবে অপমান করা হত। অসম্মানজনক মন্তব্য করতেন পরিচালন সমিতির সদস্যরা। লাইভে এসে এমনই অভিযোগ করেন মৃত স্কুল শিক্ষিকা (School Teacher)। লাইভের পরই নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি। এমনই বলছে তাঁর পরিবার।

আরও পড়ুন-বাংলাদেশে : এবার বাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন

Latest article