সংবাদদাতা, বারাসাত : বারাসাত ২ নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের শিমুলগাছা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বিদ্যাধরী খালের উপর কংক্রিটের ব্রিজের। এবার সেই দাবিই পূর্ণতা পেতে চলেছে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ৮৫ লক্ষ টাকা। এই ব্রিজ তৈরি হলে বারাসাত ১ এবং ২ নম্বর ব্লকের মধ্যে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে, সময়ও বাঁচবে। যশোহর রোড ও টাকি রোডের মধ্যেও যোগসুত্র তৈরি হবে। ফলে পণ্যবাহী গাড়িগুলিকে আর বারাসাত শহর ঘুরে টাকি রোড থেকে যশোহর রোডে বা যশোহর রোড থেকে টাকি রোডে যেতে হবে না।
আরও পড়ুন-ডিসেম্বরেই জাঁকিয়ে শীত
এই ব্রিজ তৈরি হয়ে গেলে অনায়াসেই পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করতে পারবে। ফলে বারাসাত শহরের উপর যানজট অনেকটাই কমবে।
জেলা পরিষদ সূত্রে খবর, ব্রিজটি ২০ ফুট চওড়া এবং ৩০ ফুট লম্বা হবে। টেন্ডারের কাজ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের প্রথম থেকেই কাজ শুরু হবে। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সমস্যার সমাধানের জন্য সর্বদাই কাজ করে চলেছেন। তাঁর একমাত্র লক্ষ্য রাজ্য ও রাজ্যবাসীর উন্নয়ন। তাঁর নির্দেশেই মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে জেলা পরিষদের উদ্যোগে ওই ব্রিজটি তৈরি করা হচ্ছে।