ভয়াবহ পরিস্থিতি সিরিয়ায় (Syria)। পরিস্থিতি সামলাতে গভীর রাতেই ভারত সরকার সতর্কতা জারি করল। অবিলম্বে দেশ ছাড়তে বলার সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হল। ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরও বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে। এই মুহূর্তে সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রাশিয়া ও ইরান সমর্থিত বাসার আল-আসাদের সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর। শহরের ক্ষমতা দখল করতে পারে তারা যেকোন মুহূর্তেই। ইতিমধ্যেই জঙ্গিরা আলেপ্পো, হামা ও বেশ কয়েকটি শহরের দখল নিয়েছে । ২০১১ সালের যুদ্ধের পর এই প্রথম এহেন টালমাটাল পরিস্থিতি তৈরী হল।
আরও পড়ুন-রাজস্থানের মন্দিরের দানপাত্রে আগ্নেয়াস্ত্র
সিরিয়ার পরিস্থিতির অবনতি হওয়ার পরেই ভারত সরকার শুক্রবার রাতে সতর্কতা জারি করে। ভারতীয়দের সিরিয়া যেতে বারণ করা হয়েছে এই মুহূর্তে। সে দেশে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগের জন্য বিপদ সামলাতে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডিও দেওয়া হয়েছে। ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল- + ৯৬৩৯৯৩৩৮৫৯৭৩। এছাড়া সাহায্যের জন্য hoc.damascus@mea.gov.in – ইমেইল আইডিতেও যোগাযোগ করতে বলা হয়েছে। সিরিয়ায় ভারতীয়দের দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বার্তা দেওয়া হয়েছে। সম্ভব হলে অবিলম্বে পরবর্তী ফ্লাইটে সিরিয়া ছাড়ার কথা বলা হয়েছে।