রবি-সোমে রাজ্য জুড়ে বৃষ্টির পরই নামবে পারদ

দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে পশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে।

Must read

প্রতিবেদন : ফের সাগরে মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ। তার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা! আর তারপরেই বদলাবে হাওয়া। আগামী সপ্তাহেই রাজ্য জুড়ে আরও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের সাতদিন কেটে গেলেও কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় এখনও হাড়কাঁপানো শীত অধরা। শীতের আমেজ মোটামুটি বজায় থাকলেও সেভাবে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। তবে আগামী বুধবার থেকেই খেলা ঘুরবে।

আরও পড়ুন-ভোটার তালিকা সংশোধন, তদারকিতে সাংসদ

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে রবিবার ও সোমবার দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টি হবে। দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে পশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে। ফলে রাজ্যে তাপমাত্রা খানিকটা বাড়বে। তারপর বুধবার থেকেই উত্তর ও দক্ষিণের প্রত্যেকটি জেলায় আরও নামবে পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, বুধবার থেকে রাজ্যে শীতের নয়া স্পেল শুরু হলেও তেমন জাঁকিয়ে শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

Latest article