৭৯ বছর বয়সী পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai) বুধবার দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। হাসপাতাল সূত্রে খবর, তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন। রয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার বিজয় চৌধুরী, কার্ডিওলজিস্ট ডাক্তার নীতিন গোখলে এবং পালমোনোলজিস্ট ডাক্তার জলিল পার্কার। বুধবারের তুলনায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিয়েছে। দ্রুত আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এবার মহকুমা হাসপাতালে চালু হল সিটি স্ক্যান পরিষেবা
সুভাষ ঘাইয়ের ব্রেনের সিটি এঞ্জিওগ্রাম, চেস্ট ও অ্যাবডোমেনের পরীক্ষা করা হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর, তাঁর পিইটি-সিটি স্ক্যাম হবে। তারপরই ঠিক কী হয়েছে পরিচালকের জানা যাবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, ইস্কেমিক হার্ট ডিসিসে আক্রান্ত পরিচালক সুভাষ ঘাই। কিছুদিন আগে তাঁর হাইপোথাইরয়ডিজমও ধরা পড়েছে। আপাতত যদিও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঘনিষ্ঠ সূত্রে খবর তিনি এখন স্থিতিশীল।