যোগীরাজ্যে কলেজপড়ুয়া তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক

ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।

Must read

যোগীরাজ্যে প্রকাশ্যে তরুণীকে গুলি। শনিবার উত্তরপ্রদেশের (UttarPradesh) সম্ভল জেলার আসমোলিতে এক তরুণীকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন যুবক। এদিনের এই ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন কলেজপড়ুয়া ওই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক গৌরব (২৫) আমরোহার বাসিন্দা। অন্যদিকে তরুণী এলাকার এক কলেজের বিএসসি প্রথম বর্ষের পড়ুয়া। সূত্রের খবর, যুবকের সঙ্গে ওই ছাত্রীর আগে থেকে পরিচয় ছিল। শনিবার তরুণীকে দেখা করার জন্য ডাকেন যুবক। দেখা হতেই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এরপর নিজেই নিজেকে গুলি করেন।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি সুভাষ ঘাই

এদিকে শনিবার দুপুর ১টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তরুণীর। বিকেলের পরেও মেয়ে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। এরপরেই বাবা মা খবর পান, তাঁর মেয়েকে গুলি করা হয়েছে। দ্রুত হাসপাতালে যান তাঁরা। গুলি ওই তরুণীকে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে তবু সে গুরুতর জখম। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন। কেন ওই যুবক তরুণীকে লক্ষ্য করে গুলি চালালেন, সেটা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তাছাড়া এই বয়সের এক যুবক আগ্নেয়াস্ত্র কীভাবে পেলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

Latest article