যোগী রাজ্যে সরকারি কর্মীদের উপর ESMA জারি

Must read

সরকারি কর্মীরা ধর্মঘটের পথে যেতেই এসমা জারি করল যোগী আদিত্যনাথ সরকার। আগামী ছয় মাস কোনরকম ধর্মঘট করতে পারবেন না সরকারি কর্মীরা। এই মর্মে জারি হল নির্দেশিকা। যোগী সরকার কুম্ভ মেলার কারণ দেখিয়ে এসমা জারি করলেও বিরোধীদের দাবি এটা শুধুই অজুহাত।

উত্তর প্রদেশের বিদ্যুৎ দফতরের কর্মীরা ধর্মঘটের পথে যেতেই এসমা-র নির্দেশ যোগী আদিত্যনাথ সরকারের। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ডিস্ট্রিবিউশন কর্পোরেশনকে পিপিপি মডেলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করে ৭ ডিসেম্বর থেকে ধর্মঘটের পথে বিদ্যুৎ দফতরের কর্মীরা। সরকারি কর্মীদের এই পরিকল্পনার পরেই এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট, ১৯৬৬ লাঘু করল উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার।

আরও পড়ুন: স্রেফ ভাঁওতা! কেন্দ্রের বঞ্চনার শিকার ৩৬ লক্ষের বেশি প্রবীণ

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে জানুয়ারিতে আসন্ন কুম্ভ মেলা। তার প্রস্তুতি হিসাবে কোন সরকারি কর্মচারী আগামী ৬ মাস ধর্মঘটের পথে যেতে পারবেন না। এখানেই বিরোধীদের প্রশ্ন, সরকারি কাজের দোহাই দিয়ে কেন ধর্মঘটে বাধা। কেনই বা ছয় মাসের জন্য ধর্মঘটে নিষেধাজ্ঞা কুম্ভ মেলাকে সামনে খাঁড়া করে। কংগ্রেসের দাবি সংবিধান অনুযায়ী সরকারি কর্মীদের বক্তব্য বা দাবি আদায় করতে চায় যোগী সরকার। তাই ছয় মাসের রেশমা চাপিয়ে দেওয়া হচ্ছে।

Latest article