কেন্দ্রের জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একাধিক রাস্তা সম্প্রসারণ নিয়ে নীতীন গড়কড়ির সঙ্গে কথা হয়েছে তাঁর। কলকাতার জন্য একাধিক উড়ালপুল প্রয়োজন বলে কেন্দ্রের জাতীয় সড়ক পরিবহন মন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-অমিত শাহের নির্দেশেই ত্রিপুরায় আটক কর্মীরা, তোপ ডেরেক-ব্রাত্যর
দিল্লি সফরের চতুর্থ দিনে নীতীন গড়করির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি মেনে বৃহস্পতিবার দুপুর দুটোর সময় নীতীন গড়কড়ির বাসভবনে পৌঁছন মমতা। সেখানে কলকাতার জন্য একাধিক উড়ালপুল, গঙ্গাসাগরের উপর সেতু, শিলিগুড়ি-সেবক, শিলিগুড়ি-রংপো, দিঘা-বারাসত, বারাসত-বনগাঁ, নলহাটি-মুরারাই এই সব রাস্তার উন্নয়ন প্রয়োজন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাস্তা সম্প্রসারণের জন্য উচ্ছেদ করা যাবে না বলেও কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল কোভিড-বিধিনিষেধের মেয়াদ: বন্ধ থাকবে লোকাল ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান
ঘূর্নিঝড় ইয়াস, বুলবুল, ফণীর জন্য বাংলার অনেক রাস্তা খারাপ হয়ে গিয়েছে। সেগুলি সারানোর দাবি জানিয়েছেন মমতা। একইসঙ্গে রাজ্যে পরিবহন উৎপাদন কেন্দ্র তৈরির উপরেও জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ত্রিস্তরীয় পরিবহন ব্যবস্থা করে যান চলাচল সুগম করার বিষয় গড়কড়ি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরাও। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।