সিঙ্গাপুর, ৮ ডিসেম্বর : অবশেষে মগজাস্ত্রের লড়াইয়ে ডিং লিরেনকে টেক্কা দিলেন ডি গুকেশ। রবিবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১১তম রাউন্ডে চ্যালেঞ্জার গুকেশের বুদ্ধিদীপ্ত চালে মাত বর্তমান চ্যাম্পিয়ন লিরেন। এই জয়ের সুবাদে গুকেশের পয়েন্ট বেড়ে হল ৬। অন্যদিকে, ৫ পয়েন্টেই আটকে রইলেন লিরেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ৭.৫ পয়েন্টের। বাকি তিন রাউন্ড। যা পরিস্থিতি, তাতে এই তিন রাউন্ড ড্র করতে পারলেই, বিশ্বসেরা দাবাড়ুর মুকুট পরবেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দাবায় আরও একজন বিশ্ব চ্যাম্পিয়ন পাবে ভারত।
এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলেছেন গুকেশ। রেটি ওপেনিংয়ে শুরু করেন তিনি। শুরু থেকেই চাপে ছিলেন কালো ঘুঁটি নিয়ে খেলা লিরেন। গুকেশ মাত্র ২৫ সেকেন্ডে প্রথম তিনটি চাল দিলেও, চিনা গ্র্যান্ডমাস্টার প্রথম তিন চালের জন্য সময় নেন ২৫ মিনিট। এভাবে প্রথম ১০টি চালেই পিছিয়ে পড়েছিলেন লিরেন। তবে ১১তম চাল চালতে ১ ঘণ্টা ১৭ সেকেন্ড সময় নেন গুকেশ। এতে শুরুর যে সুবিধা তিনি পেয়েছিলেন, তা অনেকটাই কমে যায়।
আরও পড়ুন-টানা জয়ে শীর্ষেই মোহনবাগান
প্রথম ১৫ চালের পর গুকেশকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন লিরেন। যদিও মাথা ঠান্ডা রেখে চাল দিয়েছেন গুকেশও। শেষ ১৫ মিনিটে তাঁকে ১৫টি চাল দিতে হত। লিরেনের হাতে এই ১৫টি চাল চালার জন্য সময় ছিল মাত্র ৮ মিনিট। আর এই সময়ের চাপেই শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হন চিনা দাবাড়ু। তাড়াহুড়ো করে ভারতীয় প্রতিদ্বন্দ্বীর চালের পাল্টা চাল দিতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন লিরেন। তাই হার স্বীকার করে নেন।