নতুন ১০৬টি বাস কিনছে এসবিএসটিসি হচ্ছে চার্জিং স্টেশন, আসানসোল-দুর্গাপুর রুটে ১৫ নতুন বাস

১০৬টি নতুন বাস কিনছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। এর জন্য রাজ্য সরকার দিচ্ছে ৪১ কোটি টাকা। এ নিয়ে টেন্ডার করা হয়েছে।

Must read

প্রতিবেদন : ১০৬টি নতুন বাস কিনছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। এর জন্য রাজ্য সরকার দিচ্ছে ৪১ কোটি টাকা। এ নিয়ে টেন্ডার করা হয়েছে। এর মধ্যে আসানসোল ও দুর্গাপুরের জন্য কেনা হচ্ছে ১৫টি সিএনজি চালিত বাস। আর দুটি ইলেকট্রিক বাস কেনা হয়েছে দুর্গাপুরের জন্য।
এসবিএসটিসি–র চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, গণপরিবহণ থেকে আয় এখন অনেক বেড়েছে। আসানসোল-দুর্গাপুর রুটে যে ১৫টি সিএনজি চালিত বাস চলাচল করবে, তার জন্য দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বর্ধমানে নিজস্ব সিএনজি কেন্দ্র গড়ে তুলেছে এসবিএসটিসি। বর্ধমানে আউটসোর্সিং করে এমন একটি কেন্দ্র গড়ে তোলা হবে। দুর্গাপুরের দুটি ইলেকট্রিক বাসের জন্যও চার্জিং স্টেশন হচ্ছে। এছাড়া আসানসোলের কালিপাহাড়িতেও হবে একটি চার্জিং স্টেশন।

আরও পড়ুন-লিরেনকে হারিয়ে এগোলেন গুকেশ

সুভাষ জানান, আসানসোল-দুর্গাপুর রুটে বাসগুলি চলবে কল্যাণেশ্বরী, দিশেরগড়, চিত্তরঞ্জন, জামুড়িয়া হয়ে। ওই সব রুটে ভাল যাত্রী পাওয়া যাবে। এর পাশাপাশি আসানসোল থেকে ঝাড়খণ্ডের বোকারো ও দুর্গাপুর থেকে দেওঘরে বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর দুর্গাপুর থেকে বাঁকুড়ার খাতড়া হয়ে পুরুলিয়ার বান্দোয়ান পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হবে। সুভাষ আরও বলেন, জঙ্গলমহল এলাকাতেও পরিষেবা বাড়ানো হচ্ছে। পূর্বতন পরিবহণমন্ত্রীর সময়ে বিভিন্ন রুটের ১৯২টি বাস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। অথচ সেই বাসগুলোর তেলের খরচ আমরাই দিতাম। আমি দায়িত্ব নেওয়ার পরে ওই ১৯২টি রুটের বাসের নিয়ন্ত্রণ আবার আমরা হাতে নিয়ে নিয়েছি। সেই সময়ের তুলনায় আয়ও কিলোমিটার প্রতি ৩০ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, এই প্রথম দু’টি নতুন এসি বাস বাঁকুড়া এবং শিলিগুড়ির মধ্যে চলবে।

Latest article