ডেঙ্গি, তৎপরতা প্রশাসনের

হাত- পা ঢাকা দেওয়া জামা পরার কথা বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : শীতের মরশুমেও ডেঙ্গি, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে জানা গিয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে ২৯ হাজার ৫২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পরের ৫ দিনে এই সংখ্যা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গির পাশাপাশি রাজ্যের ৮টি জেলায় ম্যালেরিয়ার প্রকোপও দেখা দিয়েছে। আলিপুরদুয়ার, মালদহ, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণপুর স্বাস্থ্য জেলা মিলিয়ে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাওড়া, বারাকপুর, সোদপুর, দমদম, কসবা, যাদবপুর, টালিগঞ্জ এবং আরও কিছু এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগী মিলছে।

আরও পড়ুন-নতুন ১০৬টি বাস কিনছে এসবিএসটিসি হচ্ছে চার্জিং স্টেশন, আসানসোল-দুর্গাপুর রুটে ১৫ নতুন বাস

মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধিতে রাজ্য সরকার উদ্বিগ্ন। মশানিধন অভিযানের পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হয়েছে। বাড়ির আশপাশে কোথাও জমা জল যেন না থাকে। হাত- পা ঢাকা দেওয়া জামা পরার কথা বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest article