কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে বাংলায় সাফল্যের নয়া নজির

Must read

কারিগরী এবং বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে রাজ্যে (West Bengal) সাফল্যের নতুন নজির তৈরি হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, পূর্বতন বাম আমলের তুলনায় কারিগরি শিক্ষা দফতরের বাজেট ২০০ গুন বেড়ে হয়েছে ১৩৭৯ কোটি টাকা। নতুন নতুন বহু পলিটেকনিক ও আইটিআই তৈরি করা হয়েছে। রাজ্যের (West Bengal) ২০৫টি ব্লকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। আরও ৪১ টি ব্লকে তা তৈরি করার জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রচেষ্টায় কারিগরি শিক্ষাক্ষেত্রে নতুন গতি এসেছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন- বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

তিনি জানান, সারা দেশে প্রথম দশটি আইটিআই-র মধ্যে এ রাজ্যের ছ’টি স্থান পেয়েছে। ১১ জন পলিটেকনিক পড়ুয়া সর্বভারতীয় মেধাতালিকায় স্থান পেয়েছেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে পড়ুয়ারা ক্যাম্পাস থেকেই সরাসরি চাকরি পাচ্ছেন। পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতোরা প্রশ্নের জবাবে কারিগরি শিক্ষামন্ত্রী জানান শুধুমাত্র ওই জেলাতেই ন’টি বেসরকারি আইটিআই কলেজ ও চারটি পলিটেকনিক তৈরি হয়েছে। এছাড়া আরও ১৯টি জায়গায় বিভিন্ন চাকরি-মুখী কাজের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে।

Latest article