এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে একহাত নিলেন বিধানসভার বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন,আগামীকাল মঙ্গলবারের মধ্যেই অশোক দিন্দাকে কেন্দ্রের দেওয়া ৫০ কোটি টাকার বিষয়ে প্রমাণ দিতে হবে। আর প্রমাণ যডি তিনি না করতে পারেন তবে বিধানসভা রুল অনুযায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
আগের অধিবেশনে বিধানসভায় অশোক জানিয়েছিলেন, জলপাইগুড়িতে বিশ্ববাংলা স্টেডিয়াম গড়তে কেন্দ্র ৫০ কোটি টাকা দিয়েছে। আসনে এই স্টেডিয়াম নিয়ে কেন্দ্রীয় সরকার গালভরা কথা বলেছিলেন। কিন্তু আদতে মনোন্নয়ন হয়নি। বিধানসভায় বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এই প্রসঙ্গের প্রেক্ষিতেই আজ বিধানসভায় এমনটাই জানিয়েছেন স্পিকার।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন অশোক আজকেও মিসগাইড করছেন। ওনাকে ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র তা প্রমাণ করতে হবে।
আরও পড়ুন- কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে বাংলায় সাফল্যের নয়া নজির