ইন্ডিয়ার নেতৃত্ব, এগিয়ে নেত্রী

Must read

প্রতিবেদন : ইন্ডিয়ার (INDIA Alliance) নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ ও অটোমেটিক চয়েস। ইন্ডিয়া জোটের এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক এবং ভোটে লড়ার মতো অভিজ্ঞ ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মানুষ, যাঁর এই দুই অভিজ্ঞতাই দীর্ঘ দশক ধরে রয়েছে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের লোকসভার লড়াইয়ে বারবার তিনি প্রমাণ করেছেন তাঁর দক্ষতা। নির্বাচনেও বারবার তা প্রমাণিত হয়েছে। তিনি নেতৃত্ব দিলেই এগোবে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। বিজেপিকে দেশ থেকে তাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই এই মুহূর্তে কাম্য। গত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে এই আওয়াজ জাতীয় স্তরে উঠেছে। সোমবার তা আরও জোরালো হল। সেদিন দেখা গিয়েছে রাজ্যসভার সাংসদ বিজয় সাই রেড্ডি সোশ্যাল মিডিয়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার নেতৃত্বে দেখতে চান বলে লিখেছেন। মাত্র কিছু সময়ের মধ্যেই তা ট্রেন্ডিং হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই প্রায় আট হাজারের ওপর ভিউ হয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, এক্ষেত্রে ভোটাভুটি হলে এগিয়ে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ট্রেন্ড সেদিকেই ইঙ্গিত করছে। এছাড়া অসংখ্য কমেন্টে দেখা যাচ্ছে একের পর এক জাতীয় স্তরের উচ্চতর নেতৃত্ব চাইছেন ইন্ডিয়ার নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নেত্রী নিজে এ-বিষয়ে কোনও মন্তব্য কোথাও করেননি। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল শিবির।

আরও পড়ুন- ভোটে হেরে হিংসা বিজেপির, নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী

Latest article