প্রতিবেদন : সাইবার প্রতারণার জেরে বিপুল আর্থিক ক্ষতি। ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের (আই৪সি) তথ্যই দেখিয়ে দিচ্ছে দেশে সাইবার জালিয়াতিতে বিপুল ক্ষতির বোঝা কীভাবে বেড়েছে গত কয়েক মাসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম নয়মাসে প্রায় ১১,৩৩৩ কোটি সাইবার প্রতারণার কারণে হারিয়েছে দেশ। স্টক ট্রেডিং কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৪,৬৩৬ কোটি টাকা। এই সংক্রান্ত অভিযোগের সংখ্যা ২,২৮,০৯৪। বিনিয়োগভিত্তিক কেলেঙ্কারিতে ১,০০,৩৬০টি অভিযোগ থেকে আর্থিক লোকসানের পরিমাণ ৩,২১৬ কোটি।
আরও পড়ুন-রোহিতের কিছু প্রমাণ করার নেই : কপিল
ডিজিটাল গ্রেফতারি সংক্রান্ত প্রতারণায় ১,৬১৬ কোটি হারিয়েছে ৬৩,৪৮১টি অভিযোগের প্রেক্ষিতে। সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম-এর ডেটা দেখাচ্ছে যে ২০২৪ সালে প্রায় ১২ লক্ষ সাইবার প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশই এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, মায়ানমার এবং লাওস থেকে। ২০২১ সাল থেকে সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম মোট ৩০.০৫ লক্ষ অভিযোগ নথিভুক্ত করেছে, যাতে ২৭,৯১৪ কোটি লোকসান হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ১১,৩১,২২১টি অভিযোগ, ২০২২ সালে ৫,১৪,৭৪১টি এবং ২০২১ সালে ১,৩৫,২৪২টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন-বিধায়কদের সঙ্গে বৈঠক
এই বছর ভারতের সাইবার প্রতারণার তথ্যগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে চুরি করা অর্থ সাধারণত চেক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ডিজিটাল কারেন্সি, ফিনটেক ক্রিপ্টো, এটিএম, মার্চেন্ট পেমেন্ট এবং ই-ওয়ালেটের মাধ্যমে তোলা হয়েছে।