সিঙ্গাপুর, ৯ ডিসেম্বর : দুর্দান্ত প্রত্যাঘাত ডিং লিরেনের। ১২তম রাউন্ড জিতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই জমিয়ে দিলেন চিনা গ্র্যান্ডমাস্টার। রবিবার ১১তম রাউন্ডে লিরেনকে হারিয়ে বিশ্বসেরা দাবাড়ু হওয়ার পথে একটা ধাপ এগিয়েছিলেন চ্যালেঞ্জার ডি গুকেশ। কিন্তু সোমবার ভারতীয় দাবাড়ুকে হারিয়ে পাল্টা দিলেন বর্তমান চ্যাম্পিয়ন।
দু’জনেরই ঝুলিতে এখন ৬ পয়েন্ট। চ্যাম্পিয়ন হওয়ার জন্য চাই ৭.৫ পয়েন্ট। হাতে রয়েছে আর মাত্র দু’টি রাউন্ড। মঙ্গলবার বিশ্রাম। এরপর বুধ এবং বৃহস্পতিবার হবে শেষ দুই রাউন্ড। তবে দুই দাবাড়ুর মগজাস্ত্রের লড়াই যেভাবে জমে উঠেছে, তাতে মনে হচ্ছে টাইব্রেকার পর্যন্ত ম্যাচ গড়াতেই পারে। এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলা ইংলিশ ওপেনিংয়ে খেলা লিরেন শুরু থেকেই দ্রুত চাল চেলে গুকেশকে চাপে ফেলে দিয়েছিলেন। যদিও পাল্টা চালে গুকেশও প্রতিদ্বন্দ্বী চমকে দিয়ে সুবিধেজনক জায়গায় চলে যান।
আরও পড়ুন-আসাদকে আশ্রয়, জানাল রাশিয়া
কিন্তু ১৫তম চাল থেকেই খেলার ভাগ্য অনেকটাই লিরেনের দিকে ঝুঁকে পড়েছিল। এর পর থেকে খেলা যত গড়িয়েছে, ততই আধিপত্য বিস্তার করেছেন চিনা দাবাড়ু। একটা সময় পরিস্থিতি এমন ছিল যে, ১৫টি চাল দেওয়ার জন্য গুকেশের হাতে সময় ছিল মাত্র সাত মিনিট! সেই চাপ আর সামলাতে পারেননি ১৮ বছর বয়সি ভারতীয় চ্যালেঞ্জার। ৩৯তম চালের পর হার স্বীকার করে নিতে বাধ্য হন গুকেশ। ম্যাচের পর উচ্ছ্বসিত লিরেনের বক্তব্য, ‘‘১২ আমার পয়া নম্বর। তাছাড়া কোনও ম্যাচ হেরে যাওয়ার পরের ম্যাচটা আমি খুব ভাল খেলি। আজ শুরু থেকেই জেতার জন্য ঝাঁপিয়েছিলাম। খেলার মাঝামাঝি সময়েই বুঝে গিয়েছিলাম, জিততে চলেছি।’’ অন্যদিকে, হতাশ গুকেশ বলেছেন, ‘‘আজ খুব খারাপ খেলেছি। প্রথম হাফে দু’জনেই ভাল খেলেছি। তবে দ্বিতীয় হাফে লিরেন আমাকে টেক্কা দিয়েছে। এখন শেষ দুটো রাউন্ডের গুরুত্ব বেড়ে গেল। দু’জনেরই পয়েন্ট সমান। তাই আমার জেতার ভালই সুযোগ রয়েছে।’’