প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ(SM Krishna)। মঙ্গলবার ভোরবেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ভারতের বিদেশমন্ত্রীও ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া দক্ষিণ ভারতের রাজনৈতিক মহলে।
এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কর্নাটকের প্রবীণ জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের (SM Krishna) মৃত্যুতে শোকাহত। তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্য ও জাতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত ছিলেন। আমি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।”
আরও পড়ুন- নন্দীগ্রামে খুন তৃণমূলকর্মী, নেত্রীর নির্দেশে কাল যাচ্ছে প্রতিনিধি দল
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ। রাজনৈতিক কেরিয়ারে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন কংগ্রেসে। শেষের দিকে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এস এম কৃষ্ণর প্রয়াণে সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সকলেই শোকজ্ঞাপন করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু।
কৃষ্ণ ৪ বছর মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ছিলেন। আমেরিকা থেকে আইনে স্নাতক কৃষ্ণ ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। ২০২৩ সালে জনকল্যাণ সংক্রান্ত কাজে অবদানের জন্য কৃষ্ণ পেয়েছিলেন পদ্মবিভূষণ।