বাংলায় শীতের আমেজ (weather update)। বুধবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। বাড়বে ঠান্ডা। বঙ্গবাসীর জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই রকম থাকবে।
শনি ও রবিবার কলকাতায় তাপমাত্রার পারদ নেমে হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ ডিগ্রির নীচে। শীত উত্তরবঙ্গেও আরও বেশি করে অনুভূত হবে। তবে কুয়াশা আচ্ছন্ন দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। ঘন কুয়াশার দাপটে রাস্তা চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে। মঙ্গলবার ঘন কুয়াশার দাপট থাকবে আট জেলায় (weather update)।
আরও পড়ুন- প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! শোকপ্রকাশ তৃণমূল সুপ্রিমোর
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে এই মুহূর্তে উত্তরে হাওয়া প্রবেশে আর কোনও বাধা নেই। যার জন্য সকাল-সন্ধেয় ঠান্ডা আমেজ টের পাচ্ছেন রাজ্যবাসী। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে এবং অন্য ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে বাংলাদেশে।