রাজস্থানের দাউসাতে ১৫০ ফুট গভীর কুয়োয় ৩০ ঘণ্টা আটকে শিশু, চলছে উদ্ধার কাজ

মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) দাউসাতে সোমবার সন্ধেয় খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৫ বছরের শিশু।

Must read

মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) দাউসাতে (Dausa) সোমবার সন্ধেয় খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৫ বছরের শিশু (child)। খবর পেয়ে গতকাল রাত থেকেই তাঁকে কুয়ো থেকে উদ্ধারের কাজ চলছে। তবে ৩০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও উদ্ধার করা যায়নি খুদে আরিয়ানকে। খাবার, জল ও অক্সিজেন দেওয়া হয়েছে শিশুটিকে।

আরও পড়ুন-ইন্ডিয়ার নেতৃত্বে আসুন মমতাই সওয়াল লালুর

মঙ্গলবার সন্ধেয় কুয়োর পাশে খোঁড়া হচ্ছে আর একটি গর্ত। এই গর্তের মাধ্যমে সুড়ঙ্গ করে উদ্ধার করা হবে শিশুটিকে। কুয়োর ভিতরে ক্যামেরা প্রবেশ করিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। শিশুটির বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

Latest article