দুই বছর পর নম্বর বাড়ল ক্যান্সার আক্রান্তের

হাইকোর্টের হস্তক্ষেপে দু বছর পর গণিতের নম্বর বাড়ল ক্যান্সার আক্রান্ত এক পরীক্ষার্থীর। একইসঙ্গে মেধাতালিকাতেও জায়গা করে নিলেন তিনি।

Must read

প্রতিবেদন: হাইকোর্টের হস্তক্ষেপে দু বছর পর গণিতের নম্বর বাড়ল ক্যান্সার আক্রান্ত এক পরীক্ষার্থীর। একইসঙ্গে মেধাতালিকাতেও জায়গা করে নিলেন তিনি। কৃষ্ণনগরের বাসিন্দা, বর্ষণ চক্রবর্তী ২০১৬ সাল থেকে ক্যান্সার আক্রান্ত। ২০২২ সালে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।

আরও পড়ুন-রাজস্থানের দাউসাতে ১৫০ ফুট গভীর কুয়োয় ৩০ ঘণ্টা আটকে শিশু, চলছে উদ্ধার কাজ

ফল প্রকাশ হতেই গণিতের নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকায় রিভিউ করে সে। তাঁকে যে ফটোকপি দেখানো হয়েছিল অতিরিক্ত পেজের ছবি সেখানে নেই। এর পরেই হাই কোর্টে যান বর্ষণ। হাই কোর্টের নির্দেশে দ্বিগুণ হয় নম্বর। অঙ্কে ৩৫ নম্বর লিখিত পরীক্ষায় পেয়েছিল সে। এখন সেই নম্বর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০। প্রথমে উচ্চ মাধ্যমিকে মোট ৩৯৭ পেয়েছিলেন বর্ষণ। এখন বেড়ে ৪৩২ নম্বর হয়েছে।

Latest article