অ্যাডিলেড, ১০ ডিসেম্বর : অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ। সেই একইভাবে শর্ট বল, অফ স্টাম্পের বাইরের স্যুইং সামলাতে না পেরে স্লিপ কর্ডনে ধরা পড়ে যাচ্ছেন। দুর্বলতা কাটিয়ে ব্রিসবেনের গাব্বায় রানে ফিরতে ব্যাটিংয়ে পরিবর্তন আনলেন বিরাট কোহলি। গাব্বার বাউন্স ও ব্যাক অফ লেংথ ডেলিভারির মোকাবিলায় ব্যাক ফুটে ফিরছেন বিরাট। মঙ্গলবার অ্যাডিলেডে ভারতীয় দলের নেট সেশনে বিরাটের ব্যাটিংয়ে এই পরিবর্তনটাই চোখে পড়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংয়ের।
আরও পড়ুন-দুই বছর পর নম্বর বাড়ল ক্যান্সার আক্রান্তের
নেটে বিরাটের ব্যাটিংয়ে পরিবর্তন দেখে খুশি হরভজন। তিনি বলেছেন, ‘‘আমি বিরাটকে এদিন নেটে যেটুকু দেখেছি, তাতে ব্যাটিংয়ে পরিবর্তনটা লক্ষ্য করেছি। আমি ওর সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। বিরাট মূলত ফ্রন্ট ফুট প্লেয়ার। এটা ভারতের উইকেটের বাউন্সের কারণেই। আবার রিকি পন্টিং, স্টিভ ওয়া, ম্যাথু হেডেনরা অস্ট্রেলিয়ার পিচের বাউন্সের কারণে মূলত ব্যাকফুট প্লেয়ার। এখানে এসে বেশি ব্যাকফুটে খেলার দিকে ঝুঁকতে হয়। এদিন নেটে দেখলাম বিরাট সেভাবেই প্র্যাকটিস করছে। ভাল লাগল এটা দেখে।’’ ভাজ্জি আরও বলেন, ‘‘নেটে দেখলাম, বিরাট অধিকাংশ ডেলিভারি খেলছে ব্যাকফুটে। ফুল লেংথ বল সামনের পায়ে খেলছে। কিন্তু সামান্য শর্ট বল বা লেংথ বল হয় ছেড়ে দিচ্ছে অথবা পিছনের পায়ে খেলছে। বিরাট ভাল করেই জানে, গাব্বার উইকেট সম্পূর্ণ আলাদা হবে। অনেক বেশি গতি, বাউন্সের মোকাবিলা করতে হবে। তাই নিজের ব্যাক ফুট গেমে জোর দিচ্ছে। আমি নিশ্চিত, ব্যর্থতা কাটিয়ে আরও একবার কামব্যাক করবে বিরাট।’’