হার্দিকদের বিরুদ্ধে শামিই অস্ত্র বাংলার

মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলার কাঁটা হতে পারে পান্ডিয়া ব্রাদার্স। তবে হার্দিক, ক্রুণালদের বিরুদ্ধে বাংলার সেরা অস্ত্র মহম্মদ শামি।

Must read

প্রতিবেদন : মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলার কাঁটা হতে পারে পান্ডিয়া ব্রাদার্স। তবে হার্দিক, ক্রুণালদের বিরুদ্ধে বাংলার সেরা অস্ত্র মহম্মদ শামি। ভারতীয় স্পিডস্টারের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে টানাপোড়েনে লাভবান হচ্ছে বাংলাই। প্রি-কোয়ার্টার ফাইনালে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাকে শেষ আটে তুলতে অন্যতম ভূমিকা নেন শামি। তারকা পেসারে অনুপ্রাণিত সায়ন ঘোষ, কণিষ্ক শেঠরাও বল হাতে দাপট দেখাচ্ছেন।

আরও পড়ুন-লিরেনকে সুযোগ দিয়েই হারল গুকেশ : কার্লসেন

চিন্নাস্বামীতে বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাংলার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। গ্রুপ শীর্ষে থেকে সরাসরি শেষ আটে খেলছে হার্দিকরা। বাংলা অবশ্য পিছিয়ে নেই। দলগত সংহতিতে মুস্তাকে ধারাবাহিকতা দেখাচ্ছে লক্ষ্মীরতন শুক্লার দল। সুদীপ ঘরামি খুব ভাল নেতৃত্ব দিচ্ছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে শেষ ওভারে সায়নের দুরন্ত বোলিংয়ে ম্যাচ বের করেছে দল। শামির ছন্দটাও বাংলার বড় অস্ত্র। কোচ লক্ষ্মী বললেন, ‘‘শামিকে আমরা কোয়ার্টার ফাইনালেও পাচ্ছি। আশা করি, ওকে নিয়েই আমরা ফাইনাল খেলব। ভাল লাগছে দলের সবাই একটা পরিবারের মতো এখানে রয়েছে। খামতি মেটাতে মাঠে একে অপরকে সাহায্য করছে প্রত্যেকে। এখানে কেউ সিনিয়র-জুনিয়র নয়, টিমের জন্য সবাই এক। বরোদা কতটা ভাল দল, ওদের দলের তারকাদের নিয়ে আমরা ভাবছি না। আমরা নিজেদের খেলায় ফোকাস করছি। টি-২০তে যে কোনও ফল হতে পারে। আমাদের ভুলত্রুটি কম করার চেষ্টা করতে হবে।’’
চিন্নাস্বামীর উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছে। তাই অতিরিক্ত একজন পেসার অলরাউন্ডার খেলাতে চাইছে বাংলা। সেক্ষেত্রে সাকির গান্ধীর জায়গায় খেলানো হতে পারে সক্ষম চৌধুরীকে। চোট থাকা অগ্নিভ পানের পরিবর্ত হতে পারেন ঋত্বিক রায়চৌধুরী ও রণজ্যোৎ খারিয়ার মধ্যে একজন।

Latest article