জয় বাংলা জাতীয় স্লোগান নয়! নয়া নির্দেশ আদালতের

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হাইকোর্টের আগের রায় স্থগিত করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

Must read

প্রতিবেদন: মৌলবাদীদের চাপ সরকার থেকে বিচারবিভাগ সর্বত্র। আর এই চাপের মুখে নতি স্বীকার করেই হাসিনার আমলে নেওয়া জাতীয় স্লোগান মুছে ফেলার উদ্যোগ শুরু হল বাংলাদেশে। মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত ‘জয় বাংলা’ আর বাংলাদেশের জাতীয় স্লোগানের স্বীকৃতি পাবে না। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হাইকোর্টের আগের রায় স্থগিত করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকারের দাবিকে মান্যতা দিয়ে মঙ্গলবার হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ।

আরও পড়ুন-সংখ্যালঘু-নির্যাতন নিয়ে ইউনুসকে সতর্কবার্তা নোবেলজয়ী কৈলাসের

সোমবার জাতীয় স্লোগান হিসেবে ‍‘জয় বাংলা’ বাতিল করতে চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। আপিল বিভাগের সিনিয়র বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর জমানায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করতে শুরু হয় মৌলবাদী শক্তির তৎপরতা। এই সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব-সহ অন্যরা। ২০২০ সালের ১০ মার্চ ‍‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশের স্রষ্টা, ধর্মনিরপেক্ষ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদানকে মুছে ফেলতে যে উদ্যোগ শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে, ‍‘জয় বাংলা’ বাতিল সেই প্রক্রিয়ারই অংশ। ইউনুস সরকার যে পুরোপুরি পাক মদতপুষ্ট মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে তা ফের প্রমাণ হল।

Latest article