প্রতিবেদন: সুপ্রিম কোর্টের (Supreme court) তোপের মুখে পড়ে গভীর অস্বস্তিতে কেন্দ্র। পরামর্শের সুরেই শীর্ষ আদালত কেন্দ্রকে বেশ দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিল, শুধুমাত্র বিনামূল্যে রেশন (Free ration) দেওয়ার বদলে কর্মসংস্থানের (recruitment) দিকে নজর দিন। ২০০৩ সালের খাদ্যসুরক্ষা আইন প্রেক্ষিতে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এই পরামর্শ দিল শীর্ষ আদালত।
আরও পড়ুন-জয় বাংলা জাতীয় স্লোগান নয়! নয়া নির্দেশ আদালতের
বিচারপতিদের মন্তব্য, শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে কেন্দ্র কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা করলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। স্বাভাবিকভাবেই তারা বিনামূল্যের রেশনের অপেক্ষায় বসে থাকবে না। আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও পরিষেবা থেকে বঞ্চিত। কিন্তু কেন্দ্র নির্বিকার।