বাংলাকে বঞ্চনা, মুখ্যমন্ত্রীর অভিযোগ সংসদে স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

নিজেদের অপকর্ম এবং অপদার্থতা ঢাকতে কেন্দ্রের পক্ষ থেকে খাড়া করা হয়েছে নানা অজুহাত। কিন্তু তার মোটেই কোনও ভিত্তি নেই।

Must read

প্রতিবেদন : নিজেদের অপকর্ম এবং অপদার্থতা ঢাকতে কেন্দ্রের পক্ষ থেকে খাড়া করা হয়েছে নানা অজুহাত। কিন্তু তার মোটেই কোনও ভিত্তি নেই। এককথায় বাংলাকে অপদস্থ করতে সীমাহীন মিথ্যাচার বিজেপির। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার (deprivation) যে অভিযোগ এনেছেন বারবার, সংসদে দাঁড়িয়ে তা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-কর্মসংস্থানে নজর দিন কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

জানালেন, ৯ মার্চ ২০২২ থেকে মনরেগা প্রকল্পে বাংলার জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। লোকসভায় তামিলনাড়ুর সাংসদ ভি এস মাথেশ্বরনের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। কিন্তু কেন? তার কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রের প্রতিমন্ত্রী। অথচ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি আর্থিক বছরে ৫ ডিসেম্বর পর্যন্ত মনরেগা প্রকল্পের অধীনে মজুরি, উপকরণ এবং প্রশাসনিক জরুরি খরচ বাবদ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৬,৭৭৬.৯৭ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ, মন্ত্রীর এই তথ্যতেই স্পষ্ট যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ন্যায্য প্রাপ্য থেকে বাংলাকে বঞ্চিত করে চলেছে নরেন্দ্র মোদি সরকার। সত্যিই কতটা নির্লজ্জ হলে যুক্তরাষ্ট্রীয় নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলার মতো একটি রাজ্যকে ক্রমাগত বঞ্চিত করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

Latest article