প্রতিবেদন : জীববৈচিত্র্য রক্ষায় রাজ্য সরকার বায়ো-ডাইভার্সিটি পার্ক তৈরির উপর জোর দিচ্ছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত পালের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ইতিমধ্যে রাজ্যে ৩৯টি বায়ো-ডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়েছে। আরও পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৪-’২৫ অর্থবর্ষে আরামবাগ, খানাকুল ও কামারপুকুরে বায়ো-ডাইভার্সিটি পার্ক তৈরি বিবেচনার মধ্যে রয়েছে।
আরও পড়ুন-বাংলাকে বঞ্চনা, মুখ্যমন্ত্রীর অভিযোগ সংসদে স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী
এই বায়ো-ডাইভার্সিটি পার্কের মাধ্যমে কর্মসংস্থান, সবুজায়ন, দূষণরোধ ছাড়াও বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশদূষণ রুখতে এই পার্কগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও মন্ত্রী জানান। এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিন বলেন, পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে শিবিরের আয়োজন করা হয়েছে। ৫০টিরও বেশি স্কুলে সচেতনতা ক্যাম্পে তিনি নিজে গিয়েছিলেন। তবে এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা অব্যাহত রয়েছে বলেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন। তিনি বলেন, বন ও পরিবেশ যেহেতু যৌথ তালিকায় নেই, তাই এর পুরোটাই কেন্দ্রের নজরদারি ও অর্থসাহায্যে চলে। এটা কেন্দ্রের বিষয়। সবাই একসঙ্গে গিয়ে কেন্দ্রের কাছে টাকার জন্য দরবার করতে হবে।