বাংলাদেশ : কেন্দ্র ব্যবস্থা নিক দ্রুত

মুখ্যমন্ত্রীর সংযোজন, এগুলো দেখার দায়িত্ব কেন্দ্রের, আমাদের নয়। শুনেছি সীমান্ত পেরিয়ে লোকজন এখানে চলে আসছে। আকাশপথে বা অন্যভাবে।

Must read

মণীশ কীর্তনিয়া,  দিঘা: বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার মাস্ট অ্যাক্ট। সাফ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ-কথার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, অ্যাক্ট মানে মানুষকে নিরাপত্তা দিক। যাঁরা ফিরতে চান, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রীর সংযোজন, এগুলো দেখার দায়িত্ব কেন্দ্রের, আমাদের নয়। শুনেছি সীমান্ত পেরিয়ে লোকজন এখানে চলে আসছে। আকাশপথে বা অন্যভাবে। রেলপথেও আসছে। বিএসএফ কাউকে আটকাচ্ছে না। যাদের ভিসা-পাসপোর্ট আছে, তারা তো আসছেই। ভারত-বাংলাদেশের কোনও বর্ডার বন্ধ করা হয়নি। আমাদের কাছে এ-নিয়ে কোনও নির্দেশ আসেনি। এগুলো ভারত সরকারের ব্যাপার। আমরা শুধু চাই, তারা ওপার বাংলায় আমাদের সংখ্যালঘুদের রক্ষা করুক। সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। এরপরই নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এখানে আমরা তো বিরোধিতা করতে পারতাম। কেন্দ্রের বিরোধী দল হিসেবে আমরা এখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। প্রধানমন্ত্রী যেটা করার কথা, সেটা করছেন না। তাঁর দল আবার অতি-সক্রিয়তা দেখাচ্ছে। তাদের বলব, প্রধানমন্ত্রীকে তাঁর কাজ করতে বলুন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে মানসের ঘোষণা, রাজ্যের অর্থে নতুন বছরে শুরু ঘাটাল মাস্টার প্ল্যান

কেন্দ্রের সরকারের প্রতি মুখ্যমন্ত্রীর অনুরোধ, আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যাঁরা ফিরতে চান, তাঁদের ফেরানোর বন্দোবস্ত করুন। দিঘা সফরে এসেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বারবার এক কথা আমাকে জিজ্ঞেস করবেন না। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু এটা তো আপনাদের মানতেই হবে, এখানকার ইমাম অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করা হয়েছে। তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে।

Latest article