ব্যক্তিগত আক্রোশ মেটাতে অপব্যবহার ৪৯৮(এ) ধারার, সতর্কবার্তা

অপব্যবহার করা হচ্ছে ৪৯৮(এ) ধারার। স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে এই নিষ্ঠুরতা প্রতিরোধক আইন।

Must read

প্রতিবেদন: অপব্যবহার করা হচ্ছে ৪৯৮(এ) ধারার। স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে এই নিষ্ঠুরতা প্রতিরোধক আইন। এই নিয়ে সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের ব্যখ্যা, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের রক্ষা করাই ৪৯৮(এ) ধারার আসল লক্ষ্য। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে এই ধারাকে ব্যবহার করার প্রবণতা দেখা দিচ্ছে।

আরও পড়ুন-কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নস্যাৎ কেজরির

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গত কয়েকবছরে গোটা দেশেই আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে দাম্পত্যকলহের মামলা। কিন্তু কোনও প্রমাণ ছাড়া শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এইধরনের ফৌজদারি মামলা করা যায় না। মামলাটি ছিল তেলেঙ্গানা হাইকোর্টে। স্ত্রীর সঙ্গে আর ঘর করতে চাইছিলেন না স্বামী। বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন আদালতে। কিন্তু তারপরেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানান স্ত্রী। নিষ্ঠুরতার অভিযোগ। স্ত্রীর আনা মামলা খারিজ করার হাইকোর্টে আবেদন জানান স্বামী। কিন্তু সেই মামলা খারিজ করেনি তেলঙ্গানা হাইকোর্ট। অগত্যা শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্বামী। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি কোটেশ্বর সিংহর বেঞ্চে মঙ্গলবার শুনানি হয় মামলাটির। স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে স্ত্রীর আনা মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেই শুনানিতেই ৪৯৮(এ) ধারার অপব্যবহার নিয়ে সতর্ক করে দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ।

Latest article