বিজেপি নেতাকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা

বস্তার ডিভিশনের বিজাপুরে ফরসেগড় থানার সোমনপল্লী গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

Must read

প্রতিবেদন: বিজেপি নেতাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে ঝুলিয়ে দিল মাওবাদীরা। যৌথবাহিনীর লাগাতার অভিযানে একের পর এক মাওবাদী খতমের বদলা নিতে এভাবেই তারা খুন করল শাসকদলের নেতাকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে। বস্তার ডিভিশনের বিজাপুরে ফরসেগড় থানার সোমনপল্লী গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

আরও পড়ুন-ব্যক্তিগত আক্রোশ মেটাতে অপব্যবহার ৪৯৮(এ) ধারার, সতর্কবার্তা

বিরোধীরা তো বটেই বিজেপির নেতা-কর্মীরাও প্রশ্ন তুলেছেন গেরুয়া প্রশাসনের অপদার্থতা নিয়ে। পুলিশসূত্রে জানা গিয়েছে, হত জনজাতি গোষ্ঠির নেতার নাম কুদিয়াম মাঢ়ো। বয়স আনুমানিক ৩৫। সবচেয়ে লক্ষণীয় বিষয়, কুদিয়ামকে শুধুমাত্র খুন করেই থেমে থাকেনি মাওবাদীরা, লিফলেট ছড়িয়েব জানিয়ে দিয়েছে, পুলিশের চর ছিলেন বলেই এই শাস্তি দেওয়া হয়েছে মাঢ়োকে। হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও।

Latest article