প্রকল্পের টাকা পাঠানোয় সতর্কতা, ১৬ দফা নির্দেশিকা জারি

Must read

রাজ্যের সরকারি প্রকল্পের টাকা গায়েবের পর ঘটনা প্রকাশ্যে আসার পর এবার প্রতারণা আটকাতে বাড়তি সতর্ক নবান্ন (Nabanna)। রাজ্য অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত ১৬ দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। লক্ষীর ভান্ডার বা কৃষক বন্ধুর মতো সরকারি জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের টাকা নিয়ে যাতে কোনও রকমের সমস্যা না হয় এবং উপভোক্তারা সঠিকভাবে নিজেদের অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সেই কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে।

রাজ্য অর্থ দফতরের তরফে জারি নির্দেশিকাতে বলা হয়েছে-

* উপভোক্তার নামের বানান যাচাই করা বাধ্যতামূলক
* কাগজে কোনও অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না
* গোটা প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই করতে হবে
* অনলাইনে দুবার করে নাম এবং অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আপলোড করতে হবে
* অ্যাকাউন্ট যাচাই করবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন
* রাজ্যের কোনও ব্যাংকে থাকতে হবে অ্যাকাউন্ট
* উপভোক্তাদের নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম না মিললে বাড়তি নজর দিতে হবে
* উপভোক্তার আবেদন সংক্রান্ত আপডেট অথবা টাকা ক্রেডিট হওয়ার তথ্য নিয়মিত পৌঁছে দিতে SMS অ্যালার্ট সিস্টেম চালু করা হবে

আরও পড়ুন- বাঁচানো গেল না, ৫৬ ঘণ্টা পরে কুয়ো থেকে উদ্ধার শিশুর দেহ

Latest article