ধর্ষণ-খুন : ৬০ দিনে শাস্তিদান

Must read

প্রতিবেদন : ধর্ষণ এবং খুনের (Rape-Murder) ঘটনায় শাস্তিদানে আবার নজির। ফরাক্কায় মাত্র দু মাসের মধ্যেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের থেকেও দ্রুত বিচার পেতে চলেছে মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জজ অমিতাভ মুখোপাধ্যায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার সাজা ঘোষণা হবে। দশমীর সকালে শিউরে উঠেছিল মুর্শিদাবাদের ফরাক্কা। এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল শিশুর বস্তাবন্দি দেহ। বাড়িমালিককে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে মামলা হয়। পরে গ্রেফতার হয় এক প্রতিবেশীও। এদিন ধৃত দুজনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত।

আরও পড়ুন- বিশ্বের ‘আইকনিক’ জায়গা হতে চলেছে জগন্নাথধাম : মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article