প্রতিবেদন : ৬৯ বছর আগে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘১৮ বছর বয়স কী দুঃসহ / স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’। চেন্নাইয়ের ডি গুকেশ (Dommaraju Gukesh) শুধু স্পর্ধা দেখালেন তাই নয়, ১৮ বছরে ৬৪ খোপের যুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভেঙে দিলেন গ্যারি কাসপারভের রেকর্ড। চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, তোমার জন্য দেশ আজ গর্বিত। তুমি দেশের ওয়ান্ডার বয়।
আরও পড়ুন- এক দেশ, এক ভোট মানছি না