এক দেশ এক ভোট, বুলডোজ করছে কেন্দ্র : মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : তীব্র বিরোধিতায় সর্বপ্রথম মুখর হয়েছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (CM Mamata Banerjee)। তারপরে তাঁকেই অনুসরণ করে মোদির ‘এক দেশ, এক ভোট’ নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছিল অন্যান্য বিরোধী দলগুল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব গৃহীত হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভপ্রকাশ করে তিনি (CM Mamata Banerjee) মন্তব্য করেছেন, বিরোধীদের সঙ্গত উদ্বেগ উপেক্ষা করে এক দেশ এক ভোট বিল নিয়ে বুলডোজার চালাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মুখ্যমন্ত্রীর কথায়, এটি কোনও সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয়। এটি এমন একটি স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে দুর্বল করার ষড়যন্ত্র। তৃণমূল সভানেত্রী স্পষ্ট জানান, এই জনবিরোধী বিলটির কঠোরভাবে বিরোধিতা করবে তাঁর দল। সংসদে এর বিরুদ্ধে সরব হবেন দলের সাংসদরা। বাংলা কখনওই দিল্লির একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথা নোয়াবে না। এই সংগ্রাম ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার লড়াই।
লক্ষণীয়, বৃহস্পতিবার ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত পাওয়ার পরে সংসদে এ-বিষয়ে বিল পেশ করতে উদ্যোগী হবে কেন্দ্র। কিন্তু বিলটি পাশ করাতে গিয়ে নিঃসন্দেহে তৃণমূল-সহ বিরোধী সাংসদদের তীব্র প্রতিরোধের মুখে পড়বে কেন্দ্র।

আরও পড়ুন- জগন্নাথধাম : মুখ্যমন্ত্রীর প্রশংসায় এবার রামকৃষ্ণ মিশন

Latest article