বলেছিলেন, “ঝুকে গা নেহি…!” কিন্তু আইনের সামনে ঝুঁকতেই হল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun)। ৪ তারিখ হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লু অর্জুনের নামে এফআইআর দায়ের করা হয়। আদালতের দ্বারস্থ হয়ে মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু মৃতার পরিবার তা নিতে অস্বীকার করে। শুক্রবার, এর জেরে হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে (Allu Arjun)।
আরও পড়ুন-এক দেশ এক ভোট, বুলডোজ করছে কেন্দ্র : মুখ্যমন্ত্রী
পুলিশের অভিযোগ,প্রশাসনকে না জানিয়েই ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হন অল্লু। ফলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা যায়নি। আর সেখানেই নিজের পুত্রকে নিয়ে যান ওই মহিলা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আহত হয় অল্লু-ভক্ত বালকটিও । এই ঘটনায় অল্লু অর্জুন-সহ হল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর বিরুদ্ধে আদালতে গিয়ে গ্রেফতারি এড়াতে চান অল্লু। মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু শেষ রক্ষা হল না। হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে।