প্রতিবেদন : নিউটাউনে রবীন্দ্রতীর্থের কাছে একটি অংশকে বেছে নিয়ে আধুনিক ‘স্মার্ট ফুটপাথ’ তৈরির প্রক্রিয়া শুরু করেছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ। এটি একটি অভিনব উদ্যোগ। রাস্তার পাশের ফুটপাথেই বসবে সৌর প্যানেল। যার সাহায্যে সৌরবিদ্যুৎ তৈরি হবে, যা দিয়ে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে পারবেন গাড়ির মালিকরা। বাড়তি বিদ্যুৎ পৌঁছে যাবে গ্রিডে। এই ফুটপাথের উপর দিয়ে সাধারাণ মানুষও হেঁটে যেতে পারবেন। এনকেডিএ-এর তরফে জানা যাচ্ছে, এই ধরনের আধুনিক ফুটপাথ বিদেশের কিছু শহরে রয়েছে। ভারতে সম্ভবত প্রথম। পাশাপাশি নিউটাউনের দশটি সাইকেল স্ট্যান্ডের মাথায় বসানো হবে সৌরবিদ্যুৎ প্যানেল। দুটি প্রকল্পের জন্যই পৃথক টেন্ডার ডেকেছে এনকেডিএ কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বিরাট এলে কী হবে, আমি জানি না, মুম্বই টেস্ট নিয়ে উদাসীন অধিনায়ক
নিউটাউন-কলকাতা উন্নয়ন সংস্থার তরফে জানা গিয়েছে, এই প্রকল্পের পোশাকি নাম হল ‘স্মার্ট পেডেস্ট্রিয়ান ফুটপাথ উইথ সোলার পেভার ব্লকস’। এটি আসলে পাইলট প্রকল্প, এটি সফল হলে নিউটাউনের অনেক রাস্তায় এই ধরনের ফুটপাথ তৈরি হবে আগামী দিনে। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রতীর্থের সামনের একটি অংশকে। কারণ নারকেলবাগান মোড়ের কাছে এই এলাকা নিউটাউনের সবচেয়ে ব্যস্ততম। এখানে আগেই তৈরি হয়েছে স্মার্ট স্ট্রিট। তার সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হবে ‘স্মার্ট ফুটপাথ’। সেখানে তৈরি হবে ই-ভেহিকল চার্জিং স্টেশন। একসঙ্গে অনেকগুলি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। এই বিদ্যুৎ তৈরি হবে স্মার্ট ফুটপাথেই বসানো সোলার প্যানেলে। নিঃসন্দেহে যা উন্নয়নে নতুন মাইলস্টোন।