একাধিক কু-কর্মের পরেও দ্বিতীয়বারের জন্য ‘টাইম’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প

Must read

একাধিক কু-কর্ম। দোষী সাব্যস্ত। তারপরেও টেসলা সিইও এলন মাস্ক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ৯ প্রভাবশালীকে পিছনে ফেলে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকায় প্রেসিডেন্টের কুর্সিতে ডেমোক্র্যাটদের হারিয়ে বর্ষীয়ান রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রত্যাবর্তনের এটাই সেরা উপহার বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প (Donald Trump) প্রথমবারের মতো টাইম বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। এবার ফের টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করল বৃহস্পতিবার। টাইম ম্যাগাজিন ১৯২৭ সাল থেকে ‘পার্সন অফ দ্য ইয়ার’ নির্বাচন করে। কোনও একটি বছরের সার্বিক বৈশ্বিক ঘটনার ভিতরে সর্বাধিক প্রভাব যাঁর, তিনিই এই খেতাব পেয়ে আসছেন। তবে এই প্রভাব কেবল সদর্থক নয়, নেতিবাচকও হতে পারে। আমেরিকার হবু প্রেসিডেন্টকে এবার বেছে নেওয়ার পিছনে রয়েছে তাঁর দুরন্ত ‘রাজনৈতিক কামব্যাক’ যা নজিরবিহীন বলেই দাবি পত্রিকার সম্পাদকমণ্ডলীর।

আরও পড়ুন- এক দেশ এক ভোট, বুলডোজ করছে কেন্দ্র : মুখ্যমন্ত্রী

২০২০ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অফ দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম ম্যাগাজিন। গতবছর এই খেতাব পেয়েছিলেন পপ তারকা টেলর সুইফট। এবছর বর্ষসেরা ব্যক্তি হলেন ট্রাম্প।

ক্যাপিটাল হিংসায় উসকানির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা। এর পর একাধিক দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। সঙ্গে ব্যক্তিগত ‘কুৎসা’। তাঁর বিরুদ্ধে এক পর্ন তারকাও বিস্ফোরক অভিযোগ করেন। এরপর ট্রাম্পের রক্ষাকবচকে ছাড়িয়ে বাইডেন সরকার তাঁকে জেলবন্দি করার প্রায় সমস্ত বন্দোবস্ত সেরে ফেলেছিল। ট্রাম্প ভালো মতো জানতেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজীত হলে তাঁর সামনে শুধু কারাগারের রাস্তাতাই খোলা থাকবে। এই কারণেই ২০২৪ সালের ভোটে জেতার জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি।

Latest article