কলকাতায় শুরু শীতের (Winter) দাপট। নামছে তাপমাত্রার পারদ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের একাধিক জেলাসহ কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আজ থেকে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলো।
আরও পড়ুন- জগন্নাথধাম : মুখ্যমন্ত্রীর প্রশংসায় এবার রামকৃষ্ণ মিশন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত শীতের (Winter) এই স্পেল জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে ঠান্ডা পড়বে জাঁকিয়ে। কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াস।
মহানগরে তাপমাত্রা আচমকাই ২-৩ ডিগ্রি নেমে গিয়েছে। আগামী চার দিনের মধ্যে আবহাওয়ার উষ্ণতা আরও কিছুটা নামতে পারে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার পারদ নেমে যেতে পারে ১১-তেও! তবে ১৮ ডিসেম্বরের পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।