অবশেষে ইডি-র মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন তিনি। ৩১ ডিসেম্বর ২০২৪-র মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে।
১ ফেব্রুয়ারির ২০২৫ সালের আগে নিম্ন আদালতে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান রেকর্ডর কাজ শেষ হয়ে গেলে, আগেই জেল থেকে বেরোতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের মামলায় যারা সাক্ষী, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে ৩১ জানুয়ারি ২০২৫-র মধ্যে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- অল্লুর গ্রেফতারিতে তোলপাড় সিনে দুনিয়া
ইডির মামলায় জামিন পাওয়ার পরে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন পার্থ, নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ইডি মামলার রায় প্রযোজ্য হবে না অন্য মামলায় সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ সিবিআই মামলায় জামিন না পেলে জেলেই থাকতে হবে পার্থকে। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় প্রথমে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে পার্থকে গ্রেফতার করে সিবিআইও।
এদিকে পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়।