ঘোষিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2025)। ২০২৫ সালের ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা। বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই।
আরও পড়ুন- একাধিক কু-কর্মের পরেও দ্বিতীয়বারের জন্য ‘টাইম’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে গুরুত্বপূর্ণ পরীক্ষা জয়েন্ট (WBJEE 2025)। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি, আর্কিটেকচার-সহ অন্যান্য বিষয়গুলির জন্য পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন।
পরীক্ষার জন্য আবেদন করতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in কিংবা www.wbjeeb.in-এ। এই সাইটে পরীক্ষার সময়সূচি-সহ নানা গুরুত্বপূর্ন তথ্য আপলোড করা হয়।