প্রতিবেদন : মাত্র কয়েকদিন আগেই তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কে গোহারান হেরেছে বিজেপি। ঘরে বাইরে মুখ পুড়েছে গদ্দারের। এবার কাঁথি সমবায় (Kanthi Election) ব্যাঙ্কের নির্বাচনে হারার ভয়ে নির্বাচনের একদিন আগেই তৃণমূল প্রার্থীর বাড়িতে এনআইএ পাঠাল গদ্দার ও তার দল বিজেপি। আগামী রবিবার কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন। সেই নির্বাচনে ভগবানপুর-২ ব্লক থেকে প্রার্থী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। যিনি জেলায় দলের সাধারণ সম্পাদকও। শুক্রবার সাতসকালে তৃণমূলের এই প্রার্থীর বাড়িতে এক পুরনো মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হানা দেয়। ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে কেন্দ্রীয় এজেন্সির হানায় স্পষ্ট হয়ে গিয়েছে মূল উদ্দেশ্য। গত এক সপ্তাহ আগেই তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কে মানুষ তৃণমূলকে দু’হাত ভরে ভোট দিয়েছে। এরপরে কন্টাই কো-অপারেটিভ নির্বাচনে হারার ভয় নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য ছাড়পত্র নিয়েছে গদ্দার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট লুট করার পরিকল্পনাও রয়েছে বিজেপির দুষ্কৃতীদের। এমন পরিস্থিতিতে এনআইএকেও কাজে লাগাতে ছাড়লো না বিজেপি। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে নির্বাচনের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দায়িত্ব দিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরিকে। এই বিষয় নিয়ে তাঁর স্পষ্ট মন্তব্য, উনি হারার ভয়ে থরথর করে কাঁপছেন। তাই আগেভাগে এনআইএ পাঠিয়ে দিয়েছে আমাদের প্রার্থীর বাড়িতে। তবে আমরা জিতবই। মানুষ আমাদের পাশে আছে। মানুষের আশীর্বাদ আমাদের ভোট বাক্সে প্রভাব ফেলবে। এই ঘটনা নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডার বক্তব্য, বিজেপি সব সময় প্রতিহিংসার রাজনীতি করে। যার মূল নেতা হল গদ্দার অধিকারী। ভোটের প্রাক্কালে বিজেপির থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। ভোটকে বানচাল করতে এবং তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে চক্রান্ত করে মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ হানা দিয়েছে। এতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না।
আরও পড়ুন-৬ মাসে ৪২ হাজার কোটি মকুব, মোদি সরকার যেন দাতব্য চিকিৎসালয়
উল্লেখ্য, গত ২০২২ সালের ৩ ডিসেম্বর ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা গ্রামে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় তিনজনের। সেই ঘটনায় পরে তদন্তভার পায় এনআইএ। যাকে কেন্দ্র করে কার্যত রাজনীতি শুরু করে দেয় গদ্দার। একাধিক তৃণমূল নেতার নামে গদ্দারের নির্দেশে করা হয় এফআইআর। যার মধ্যে রয়েছেন মানব পড়ুয়াও। তবে তিনি সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছেন। এরপরেও নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের এই প্রার্থীর বাড়িতে লোক দেখানো তদন্ত করতে গেল এনআইএ। এদিন সকালে সাত থেকে আটজনের এক তদন্তকারী দল মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে গিয়ে হাজির হয়। কয়েক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। বাড়ির মধ্যে কোনও কিছু না পেয়ে পরে খালি হাতে ফিরতে হয় এনআইএ আধিকারিকদের। এই ঘটনায় মানব পড়ুয়া জানিয়েছেন, বিজেপির মনের মধ্যে হারার ভয় রয়েছে। তাই ভোটের কয়েক ঘণ্টা আগে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। তবে তদন্তের কারণে আমি সমস্ত রকম সহযোগিতা করব।