সময় বেঁধে তদন্ত, বিচার, শাস্তিতে কমবে অপরাধ

ধর্ষণ ও খুনের মামলায় এক মাসে দুটি চরম সাজার ঘটনায় রাজ্য পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ধর্ষণ ও খুনের মামলায় এক মাসে দুটি চরম সাজার ঘটনায় রাজ্য পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের ঘটনায় ৬২ দিন এবং ফরাক্কার ঘটনায় ৬১ দিনের মাথায় অপরাধীদের ফাঁসি ও যাবজ্জীবন সাজা হল। রাজ্য পুলিশের টিম সঠিক তদন্ত করে তথ্য-প্রমাণ সহযোগে দ্রুত চার্জশিট পেশ করায় ধর্ষণ-খুনের মতো নৃশংস অপরাধে চরম সাজা দেওয়া গিয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

এই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি আগেও বলেছি প্রত্যেক ধর্ষকের ফাঁসির সাজা হওয়া উচিত। তবেই এই ধরনের অসামাজিক ঘৃণ্য কাজ বন্ধ হবে। সেইসঙ্গে তিনি স্মরণ করিয়েছেন, সময় বেঁধে দ্রুত তদন্ত ও মামলার শুনানি এবং সাজা নিশ্চিত করতে হবে। তবেই সমাজ থেকে এই ধরনের নৃশংসতাকে উপড়ে ফেলা যাবে।

Latest article