শংসাপত্র নিলেন ঋতব্রত

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার।

Must read

প্রতিবেদন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন তিনি। রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। কিন্তু একটিমাত্র মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন-জলজীবন মিশন প্রকল্প , বাঁকুড়ায় বৈঠকে সেচমন্ত্রী

কয়েক মাস আগে পদত্যাগ করেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার। এরপর ৭ ডিসেম্বর জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল। ১৩ ডিসেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকেই জয়ী ঘোষণা করা হয়। আপাতত তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন। জয়ের পর এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, ইতিহাস কখনও বিদায় বলে না, ইতিহাস বলে, আবার দেখা হবে।

Latest article