প্রতিবেদন : সরকারি পরিকাঠামোর হাল হকিকতের উপর সার্বিক নজরদারির লক্ষ্যে অর্থ দফতর নতুন একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে৷ এই অ্যাপের সাহায্যে রাজ্যের সমস্ত প্রান্তে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতির উপর সরাসরি নজরদারির পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজও পরিচালনা করা যাবে। অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই অ্যাপের মাধ্যমে কীভাবে এই রক্ষণাবেক্ষণ বা নজরদারি চালানো হবে তা বিস্তারিত ভাবে জানানো হয়েছে। বলা হয়েছে, প্রত্যেক জেলাশাসক ও বিডিওদের সপ্তাহে অন্তত একদিন বা একবার তাঁদের আওতায় থাকা সরকারি পরিকাঠামোগুলি পরিদর্শন করতে হবে। এক্ষেত্রে পরিদর্শনের সময় নেওয়া তথ্য ও ছবি এই অ্যাপে আপলোড করতে হবে। যদি কোথাও সংস্কারের প্রয়োজন থাকে, তাঁরা চাইলে সে-বিষয়ে প্রয়োজনীয় নোট এখানে দিতে পারবেন।
আরও পড়ুন-এলাকার সমস্যা, পুরমন্ত্রীর দরজায় বিজেপি বিধায়ক
কোন প্রতিনিধি গেলেন, কখন গেলেন, কোথায় গেলেন, সমস্ত কিছু এই অ্যাপে আপলোড করতে হবে। ওই পরিকাঠামো জিও ট্যাগিং করা হবে। মনে করা হচ্ছে, এতে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। প্রথমত, সরকারি পরিকাঠামোর অবস্থা সম্পর্কে একটা নিয়মিত রিপোর্ট নবান্নের কাছে আসবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কী রিপোর্ট দেওয়া হচ্ছে, তা নিয়মিত নবান্ন জানতে পারবে। এক্ষেত্রে ঠিকমতো কাজ না-করলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আগেই কড়া হওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সেক্ষেত্রে পদক্ষেপ করার সুযোগও থাকছে রাজ্য প্রশাসনের।
আরও পড়ুন-বাড়ছে ডিমের দাম বড়দিনের কেক বিক্রি নিয়ে চিন্তায় পড়েছেন বেকারি মালিকেরা
আরও জানা যাচ্ছে, এই অ্যাপের মাধ্যমে নজরদারির কাজ পরিচালনা সঠিকভাবে হচ্ছে কিনা, তার জন্য ব্লক, মহকুমা, জেলা ও রাজ্যস্তরে প্রতিটি দফতরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। এই নোডাল অফিসারই জেলা থেকে আসা রিপোর্টগুলি বিভাগীয় প্রধানের নজরে আনবেন। এই ব্যবস্থার মাধ্যমে পরিকাঠামো নজরদারিতে সরকারি আধিকারিকদের আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করা হবে বলেই মনে করছে নবান্ন। নোডাল অফিসারদের পক্ষ থেকে নজরদারি থাকবে রাজ্য সরকারের স্কুল-কলেজ, আইসিডিএস সেন্টার, রাস্তা, হাসপাতাল, ছোট সেতু, বাঁধ নির্মাণ-সহ বিভিন্ন পরিকাঠামোর উপর।