প্রতিবেদন : শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে বছর শেষ করতে চাইছে মোহনবাগান। পরপর তিন জয় এবং টানা সাত ম্যাচে অপরাজিত দল। বছরের শেষ ম্যাচটাতেও ছন্দ ধরে রেখে আইএসএল শীর্ষে থেকে শেষ করতে চায় সবুজ-মেরুন ব্রিগেড। টিমের মধ্যে আত্মতুষ্টি যাতে না আসে তারজন্য সতর্ক কোচ জোসে মোলিনা। নতুন লড়াইয়ের আগে অনুশীলনেও ফুটবলারদের ছোটখাটো ভুল হলেও দ্রুত ধরিয়ে দিচ্ছেন দিমিত্রি পেত্রাতোসদের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন-মোবাইল অ্যাপের মাধ্যমে সরকারি পরিকাঠামোয় নজরদারি নবান্নের
একমাত্র গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে চিন্তা রয়েছে মোলিনার। তাঁকে কেরলের বিরুদ্ধে সম্ভবত পাওয়া যাবে না। নতুন করে চোটের কবলে পড়ায় গত দু’দিন সেভাবে অনুশীলন করতে পারেননি গ্রেগ। শুক্রবার হালকা অনুশীলন করলেও স্কটিশ প্লে-মেকার চূড়ান্ত ফিট নন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বললেন, ‘‘গ্রেগের ফিটনেস নিয়ে আমি নিশ্চিত নই। জানি না, কেরল ম্যাচে ও খেলতে পারবে কি না।’’ গ্রেগকে নিয়ে আশঙ্কার মধ্যে স্বস্তি স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজকে নিয়ে। চোট সারিয়ে ফিট। রক্ষণে টম অলড্রেডের পাশে তিনি খেলবেন। আলবার্তোর জায়গায় নেমে নর্থইস্ট ম্যাচে ভাল খেলা দীপেন্দু বিশ্বাসকে হয়তো বেঞ্চে বসতে হবে। কার্ডের নির্বাসন কাটিয়ে প্রথম একাদশে ফিরছেন শুভাশিস বোসও।
লিগে সবচেয়ে বেশি গোল (২৩) হজম করেছে কেরল। রক্ষণ নড়বড়ে। দিমিত্রি, মনবীর সিংরা নিশ্চয় শুরুতে গোল তুলে ম্যাচের রাশ হাতে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কেরলের আক্রমণভাগ বেশ শক্তিশালী। নোয়া, জিমিনেজরা যে কোনও সময় গোল করার ক্ষমতা রাখেন। তাই প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন মোহনবাগান কোচ। শেষ তিন ম্যাচে গোল না খেয়ে ক্লিনশিট রেখেছে দল। কেরলের বিরুদ্ধেও রক্ষণ অটুট রেখে তিন পয়েন্ট নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন-এলাকার সমস্যা, পুরমন্ত্রীর দরজায় বিজেপি বিধায়ক
মোলিনা বলছেন, ‘‘কেরল হয়তো ছন্দে নেই। কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে ভাল লড়াই করেছে ওরা। কোনও দলকেই ছোট করে দেখতে চাই না। আইএসএলে সব ম্যাচই কঠিন। এই লড়াইটাও কঠিন হবে।’’ কেরলের দুই স্ট্রাইকার নোয়া ও জিমিনেজ মিলে ১২ গোল করেছেন। মোলিনা বলছেন, নোয়াদের আটকানোর অস্ত্র রয়েছে তাঁর হাতে।