কন্যা সন্তানের মা হলেন কোয়েল

Must read

ফের দাদু হলেন রঞ্জিত মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। খুশির খবর নিসপাল সিং এবং মল্লিক পরিবারে। সামাজিক মাধ্যমে এই খবর জানান কোয়েল নিজেই।

আরও পড়ুন-৬ মাসে ৪২ হাজার কোটি মকুব, মোদি সরকার যেন দাতব্য চিকিৎসালয়

মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। প্রায় ৭ বছর সম্পর্কের পর ২০১৩ সালে চার হাত এক হয় কোয়েল ও নিসপালের। ২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ছোট্ট কবীর। চলতি বছর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয় বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন নায়িকা (Koel Mallick)।

Latest article