অসুস্থ আদবানি, ভর্তি দিল্লির হাসপাতালে

Must read

ফের গুরুতর অসুস্থ প্রবীণ রাজনীতিক লালকৃষ্ণ আদবানি (Lal krishna Advani)। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে শনিবার সকালে তড়িঘড়ি ভর্তি করানো হল দিল্লির অ্যাপোলো হাসপাতালে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন- “দাঁতভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান”, সরব হাসিনা

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয় প্রবীণ রাজনীতিকের। এরপরই শনিবার সকালে তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করানো হয়। ডাক্তার বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ বছর বয়সী রাজনৈতিক (Lal krishna Advani)। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে অবজারভেশনে রাখা হয়। তবে পরিবার ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

Latest article